সুদমুক্ত ঋন প্রদান
ঐকান্তিক প্রচেষ্টায় ২০০১ সালে ৫৬নং আইনেন মাধ্যমে ‘ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট, গঠিত হয়। ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট এর লক্ষ্য ও উদ্দেশ্য হলো বাংলাদেশের মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের আথ সামাজিব উন্নয়নের মাধ্যমে ইমাম ও মুয়াজ্জিনদের স্ববলম্বী করে তোলা। প্রাথমিক পর্যায়ে সরকার ট্রাস্টের অনুকূলে ২ কোটি টাকা অনুদান প্রদান করেন। শুরু থেকে এ পযন্ত সরকার ৪৫,৪০,০০,০০০/- অনুদান হিসেবে মঞ্জরি প্রদান করেন। বতমান ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাষ্ট এর সদস্য সংখ্যা ৭০ হাজারের ও অধিক। এ ট্রস্টের কাযাবলীর মধ্যে রয়েছে কোন ইমাম ও মুয়াজ্জিন মারাত্বক দূঘটনায় পঙ্গত্ব, দুরারোগ্য ব্যাধি ইত্যাদি জনিত কারণে অক্ষম হয়ে পড়লে তাকে আথিক সাহায্য প্রদান । ইমাম ও মুয়াজ্জিনের মেধাবি ছেলে মেয়েদেরকে শিক্ষার জন্য আথিক সাহায্য প্রদান। ইমাম ও মুয়াজ্জিনদেরকে সুদমুক্ত ঋন প্রদান এবং তাদের পরিবারের সার্বিক কল্যান সাধনকল্পে কাযক্রম গ্রহন। এ্যাক্ট অনুযায়ী একটি কমিটির মাধ্যমে যাবতীয় কাযক্রম বাস্তবায়ন করা হয়। সদস্যদেরকে যে পরিমান ঋণের টাকা দেওয়া হবে ঠিক সে পরিমান টাকা মাসিক কিস্তি হিসাবে পরিশোধ করতে হয়। কোন প্রকার সুদ প্রদান করতে হয় না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS